ঢাকায় দেশী টাইলস্ এর বাজার দর
• আরএকে (RAK) সিরামিক ওয়াল টাইলস্ (৮"x১২") = ৪২-৪৫ টাকা স্কয়ারফুট• আরএকে (RAK) ওয়াল টাইলস্ (১০"x১৩") = ৫৫-৬৩ টাকা/স্কয়ারফুট
• আরএকে (RAK) ওয়াল টাইলস্ (১২"x১৮") =৫৮-৬৪ টাকা/স্কয়ারফুট
• আরএকে (RAK) ওয়াল টাইলস্ (১২"x২০") = ৬১-৬৭ টাকা/স্কয়ারফুট
• আরএকে (RAK) ওয়াল টাইলস্ (১২"x২৪") =৭৭-৮৫ টাকা/স্কয়ারফুট
• আরএকে (RAK) হোমোজেনিয়াস ফ্লোর টাইলস্ (১২"x১২ = ৫৯-৭১ টাকা/স্কয়ারফুট
• আরএকে (RAK) হোমোজেনিয়াস ফ্লোর টাইলস্ (১৬"x১ = ৬৭-৮৬ টাকা/স্কয়ারফুট
• আরএকে (RAK) ফ্লোর টাইলস্ (২৪"x২৪") =৯০-১৩০ টাকা/স্কয়ারফুট
________________________________________________________________
_________________________________________________________________
• সিবিসি (CBC) সিরামিক ওয়াল টাইলস্ (৮"x১২") = ৩৫-৪০ টাকা/স্কয়ারফুট
• সিবিসি (CBC) সিরামিক ওয়াল টাইলস্ (১০"x১৩") = ৪৪-৪৮ টাকা/স্কয়ারফুট
• সিবিসি (CBC) সিরামিক ওয়াল টাইলস্ (১০"x১৬") = ৪৫-৫৫ টাকা/স্কয়ারফুট
• সিবিসি (CBC) ফ্লোর টাইলস্ (১২"x১২") =৫৩-৫৫ টাকা/স্কয়ারফুট
• সিবিসি (CBC) ফ্লোর টাইলস্ (১৬"x১৬") =৫৮-৬৫ টাকা/স্কয়ারফুট
_________________________________________________________________________
• মধুমতি (Modhumoti) সিরামিক ওয়াল টাইলস্ (৮"x১২") = ৩৫-৩৯ টাকা/স্কয়ারফুট
• মধুমতি (Modhumoti) ওয়াল টাইলস্ (১০"x১৬")= ৪৫-৫১ টাকা/স্কয়ারফুট
• মধুমতি (Modhumoti) ফ্লোর টাইলস্ (১২"x১২") = ৫৩-৫৫ টাকা/স্কয়ারফুট
• মধুমতি (Modhumoti) ফ্লোর টাইলস্ (১৬"x১৬") = ৫৮-৬৩ টাকা/স্কয়ারফুট
_________________________________________________________________________
• আকিজ (Akij) সিরামিক ওয়াল টাইলস্(৮"x১২") = ৩৫-৪০ টাকা/স্কয়ারফুট
• আকিজ (Akij) ওয়াল টাইলস্ (১০"x১৬") =৪৮-৫৩ টাকা/স্কয়ারফুট
• আকিজ (Akij) ফ্লোর টাইলস্ (১২"x১২") =৫৫-৬১ টাকা/স্কয়ারফুট
• আকিজ (Akij) ফ্লোর টাইলস্ (১৬"x১৬") =৬২-৬৭ টাকা/স্কয়ারফুট
__________________________________________________________________________
• মীর (Mir) সিরামিক ওয়াল টাইলস্ (৮"x১২") = ৩৮-৪৩ টাকা/স্কয়ারফুট
• মীর (Mir) সিরামিক ওয়াল টাইলস্ (১০"x১৬") = ৪৮-৫৩ টাকা/স্কয়ারফুট
• মীর (Mir) ফ্লোর টাইলস্ (১২"x১২") =৫৪-৬১ টাকা/স্কয়ারফুট
• মীর (Mir) ফ্লোর টাইলস্ (১৬"x১৬") =৬৫-৭৩ টাকা/স্কয়ারফুট
• মীর (Mir) ফ্লোর টাইলস্ (২৪"x২৪") =৮৮-৯৩ টাকা/স্কয়ারফুট
________________________________________________________________________
• সান-পাওয়ার (Sun-Power) সিরামিক ওয়ালটাইলস্ (৮"x১২") = ৩৭-৪৩ টাকা/স্কয়ারফুট
• সান-পাওয়ার (Sun-Power) ওয়াল টাইলস্(১০"x১৩")= ৪৪-৪৯ টাকা/স্কয়ারফুট
• সান-পাওয়ার (Sun-Power) ফ্লোর টাইলস্ (১২"x১২") = ৫৬-৬০ টাকা/স্কয়ারফুট
• সান-পাওয়ার (Sun-Power) ফ্লোর টাইলস্(১৬"x১৬")= ৬১-৬৭ টাকা/স্কয়ারফুট
________________________________________________________________________
• ঢাকা সাংহাই (Dhaka-Sunghai)সিরামিকওয়াল টাইলস্ (৮"x১২")=৩৭-৪২ টাকা/স্কয়ারফুট
• ঢাকা সাংহাই (Dhaka-Sunghai)ফ্লোর টাইলস্ (১২"x১২") = ৫৩-৫৮ টাকা/স্কয়ারফুট
• স্টার (Star) সিরামিক ওয়াল টাইলস্ (৮"x২০") = ৫৩-৫৮ টাকা/স্কয়ারফুট
• স্টার (Star) সিরামিক ওয়াল টাইলস্ (১৩"x২০") = ৫৯-৬৩ টাকা/স্কয়ারফুট
• স্টার (Star) ফ্লোর টাইলস্ (১২"x১২") =৫৮-৬২ টাকা/স্কয়ারফুট
• স্টার (Star) ফ্লোর টাইলস্ (১৬"x১৬") =৬৮-৮৫ টাকা/স্কয়ারফুট
• স্টার (Star) ফ্লোর টাইলস্ (২০"x২০") =৭৩-৯০ টাকা/স্কয়ারফুট
__________________________________________________________________________
• গ্রেট ওয়াল (Great Wall) সিরামিক ওয়ালটাইলস্ (৮"x১২") = ৩৭-৪১ টাকা/স্কয়ারফুট
• গ্রেট ওয়াল (Great Wall) সিরামিক ওয়ালটাইলস্ (১০"x১৬") = ৪৮-৫৩ টাকা/স্কয়ারফুট
• গ্রেট ওয়াল (Great Wall) সিরামিক ওয়াল টাইলস্ (১২"x২০") = ৬০-৬৮ টাকা/স্কয়ারফুট
• গ্রেট ওয়াল (Great Wall) ফ্লোর টাইলস্ (১২"x১২") = ৫৪-৬০ টাকা/স্কয়ারফুট
• গ্রেট ওয়াল (Great Wall) ফ্লোর টাইলস্ (১৬"x১৬") = ৬৪-৬৯ টাকা/স্কয়ারফুট
___________________________________________________________________________
• ফু-ওয়াং (Fu-Wang) সিরামিক ওয়াল টাইলস্ (৮"x১২") = ৩৮-৪১ টাকা/স্কয়ারফুট
• ফু-ওয়াং (Fu-Wang) সিরামিক ওয়াল টাইলস্ (১২"x১৮") = ৪৮-৫৪ টাকা/স্কয়ারফুট
• ফু-ওয়াং (Fu-Wang) ফ্লোর টাইলস্ (১২"x১২") = ৫৬-৬১ টাকা/স্কয়ারফুট
• ফু-ওয়াং (Fu-Wang) ফ্লোর টাইলস্ (১৬"x১৬") = ৬২-৬৯ টাকা/স্কয়ারফুট
ঢাকায় চায়না টাইলস্ এর বাজার দর :
• হোমোজেনিয়াস মিরর পলিশ (২৪"x২৪")ফ্লোর টাইলস্ =১১০-১১৫ টাকা/স্কয়ারফুট• হোমোজেনিয়াস কৃষ্টাল মিরর পলিশ (২৪"x২৪") ফ্লোর টাইলস্ =১১৫-১২৫ টাকা/স্কয়ারফুট
• হোমোজেনিয়াস কৃষ্টাল (২৪"x২৪") ফ্লোর টাইলস্ = ১৩০-১৫০ টাকা/স্কয়ারফুট
• ফোরসেলিন (২৪"x২৪") ফ্লোর টাইলস্ =১৩৫-১৬০ টাকা/স্কয়ারফুট
• সিরামিক (২৪"x২৪") ফ্লোর টাইলস্ =১০০-১১০ টাকা/স্কয়ারফুট
• রাস্টিক = ২০০-২৮০ টাকাস্কয়ারফুট
• মিরর (ওয়াল/বাথরুম/কিচেন) টাইলস্ =১৫০-১৯০ টাকা/স্কয়ারফুট
• সিরামিক (ওয়াল/বাথরুম/কিচেন) টাইলস্ =২৮০-৩০০ টাকা/স্কয়ারফুট
• রাস্টিক ( স্পেন ) টাইলস্= ২৮০-৬০০টাকা/স্কয়ারফুট
ঢাকায় # পেভমেন্টটাইলস্ এর বাজার দর :
• বাটম টাইলস মিরপুর সিরামিক (১২"x১২") =৯৮০-১১৮০ টাকা/স্কয়ারফুট• পেভার টাইলস মিরপুর সিরামিক (৮"/৯.২"x৪"/৩.২"x২"/১") = ২০০-৪৬০ টাকা/স্কয়ারফুট
• আর্কিটেকচারাল ওয়াল টাইলস মিরপুরসিরামিক(৮"/৯.৫"x২.৫"/২.৭৫"x০.৬৫"/০.৬৫")= ১৭৫-৩৫০ টাকা/স্কয়ারফুট
• আর্কিটেকচারাল রোফ/ছাদ টাইলস মিরপুর সিরামিক = ২৮০-২০০০ টাকা/
স্কয়ারফুট
ঢাকায় মার্বেল_ও_গ্রানাইটেরএর বাজার দর :
# মার্বেল:
• ইন্ডিয়ান নরমাল = ৪০০-৫৫০ টাকা/স্কয়ারফুট ,*ইন্ডিয়ান হেভী = ৬৫০-৮০০ টাকা/স্কয়ারফুট
• ইতালি = ৪৫০-৯০০ টাকা/স্কয়ারফুট,
→পাকিস্তান = ১৫০০-১৭৫০ টাকা/স্কয়ারফুট ,
• নরওয়ে = ৭৫০-৯৫০ টাকা/স্কয়ারফুট,
→তুর্কী= ৮০০-১০৫০ টাকা স্কয়ারফুট
# গ্রানাইট:
• ইন্ডিয়ান নরমাল = ৬০০-৭৫০ টাকা/স্কয়ারফুট ,
→ইন্ডিয়ান হেভী = ১০৫০-১৩৫০ টাকা/স্কয়ারফুট
• ইতালি = ৯৫০-১২৫০ টাকা/স্কয়ারফুট,
→চায়না= ৯০০-১০৫০ টাকা/স্কয়ারফুট ,
• নরওয়ে = ১৫৫০-১৭৫০ টাকা/স্কয়ারফুট
ঢাকায় মোজাইক_দানার বাজার দর :
• ইন্ডিয়ান = ৫৫০-৮০০ টাকা/ব্যাগ ,পাকিস্তান = ৮৫০-১৩০০ টাকা/ব্যাগ ,
# উপকরণ:
# টাইলসএডহেসীব মিরপুর সিরামিক =
৩২০-৬৫০ টাকা/২৫কেজি ব্যাগ,
→নোভা =৫৫০ টাকা/ব্যাগ
# হোয়াইট সিমেন্ট : টাইগার = ৯০০ টাকা/ব্যাগ,
→এলিফ্যান্ট = ১০০০ টাকা/ব্যাগ
# পুডিং= ৬০-১৫০ টাকা/কেজি,
→সিরিজ কাগজ = ৩০-৪৫ টাকা/পিস ,
→Vixol/ফ্লোরক্লিনার = ৭০-২১০ টাকা/পিস
# কাজের_মজুরী:
# টাইলস্= ১৫-৩৫ টাকা/স্কয়ারফুট
#মার্বেল = ৫০-১৬০ টাকা/স্কয়ারফুট
[বি দঃখেয়াল রাখতে হবে বাজার দর পরিবর্তনশীল।]
---- ফেসবুক থেকে সংগৃহীত ----
Post a Comment
If you learn something from our post please comment...