0
এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে

০১ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে

১৫৭৮ খ্রিস্টাব্দের এই দিনে রক্ত সঞ্চালন পদ্ধতির অন্যতম উদ্ভাবক ডা. উইলিয়াম হর্ডের জন্ম। ১৮০৯ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার খ্যাতনাম সাহিত্যিক নিকলাই ভাসিলিয়েভিচ গোগল জম্ম গ্রহণ করেন। 
 ১৮১৫ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানি
১৫৭৮ খ্রিস্টাব্দের এই দিনে রক্ত সঞ্চালন পদ্ধতির অন্যতম উদ্ভাবক ডা. উইলিয়াম হর্ডের জন্ম।
১৮০৯ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার খ্যাতনাম সাহিত্যিক নিকলাই ভাসিলিয়েভিচ গোগল জম্ম গ্রহণ করেন।
১৮১৫ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানি পুনর্গঠনের অন্যতম পুরোধা অটো ফন বিশমার্কের জন্ম।
১৮৬৭ খ্রিস্টাব্দের এই দিনে সিঙ্গাপুর ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।
১৮৬৯ খ্রিস্টাব্দের এই দিনে ভারতে আয়কর চালু।
১৮৭৮ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতা জাদুঘর প্রতিষ্ঠিত হয়।
১৯১২ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয়।
১৯৩১ খ্রিস্টাব্দের এই দিনে চিকিৎসক, প্রাবন্ধিক ও কথাশিল্পী ডা. মোহাম্মদ মোর্তজার জন্ম।
১৯৩২ খ্রিস্টাব্দের এই দিনে চিত্রশিল্পী রশিদ চৌধুরীর জন্ম।
১৯৩৭ খ্রিস্টাব্দের এই দিনে ভারত আইন অনুযায়ী প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত।
১৯৩৯ খ্রিস্টব্দের এই দিনে স্পেনের গৃহযুদ্ধের অবসান হয়।
১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের কমিউনিস্ট পার্টির মুখপত্র জনযুদ্ধ প্রকাশিত হয়।
১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্র জাপানের ওকিনওয়া দ্বীপে আগ্রাসন শুরু করে।
১৯৬০ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের বিশ্বে প্রথম আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ।
১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের এই দিনে পাকিস্তানি সেনারা প্রায় এক হাজার বাঙালিকে হত্যা করে কেরানীগঞ্জ উপজেলায়।
১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে ইরান ইসলামী প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা পায়।
১৯৮৩ খ্রিস্টাব্দের এই দিনে কবি ও সাংবাদিক হাসান হাফিজুর রহমানের ইন্তেকাল।
১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে বসনিয়া যুদ্ধ শুরু হয়।
১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করে পাকিস্তানের জাতীয় পরিষদ বিল পাস।
১৯৯৮ খ্রিস্টাব্দের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদ পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে জাতিসংঘের স্টাফদের জন্য ২ দিনের ছুটি বাধ্যতামূলক করে।
২০০১ খ্রিস্টাব্দের এই দিনে নেদারল্যান্ডসে সমকামীদের মধ্যে বিয়ে বৈধ করা হয়। এটি প্রথম দেশ, যেখানে এই আইন প্রণয়ন করা হয়। 

    ::: ০২ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে :::

    ৮০৯ সালের এই দিনে খলিফা হারুন-অর রশিদের জন্ম।
    ১৮০০ সালের এই দিনে বিটোফেন তাঁর প্রথম সিম্ফনির আনুষ্ঠানিক প্রকাশ করেন ভিয়েনায়।
    ১৮০৫ সালের এই দিনে ডেনিশ লেখক ও রূপকথাকার হানস ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের জন্ম।
    ১৮২৭ সালের এ দিনে যুক্তরাষ্ট্রে জোসেপ ডিক্সন প্রথম লিড পেন্সিল নির্মাণ করেন। তিনি ম্যাচাচুসেটস অঙ্গ রাজ্যের সালেমে পেন্সিল নির্মানের কারখানা স্থাপন করেন।
    ১৮৪০ সালের এই দিনে ফরাসী ঔপন্যাসিক এমিল জোলার জন্ম।
    ১৮৪৫ সালের এ দিনে সুর্যের প্রথম আলোকচিত্র গ্রহণ করা হয়েছিলো।
    ১৮৫১ সালের এই দিনে রামা (সপ্তম) থাইল্যান্ডের রাজা হন।
    ১৮৯৮ সালের এই দিনে কবি, নাট্যকার ও অভিনেতা হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্ম।
    ১৯০৩ সালের এই দিনে উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর জন্ম।
    ১৯১৭ সালের এ দিনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্র উইলসন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য মার্কিন কংগ্রের প্রতি আহবান জানান।
    ১৯৪১ সালের এ দিনে মরু শিয়াল হিসেবে খ্যাতিমান জার্মানীর বিখ্যাত লেফটেনেন্ট জেনারেল এডউইন রোমেল লিবিয়া পুনঃদখলের অভিযান শুরু করেন।
    ১৯৫৩ সালের এই দিনে কবি, সাংবাদিক, রাজনীতিক ও আইনজ্ঞ আসফ আলীর ইন্তেকাল করেন।
    ১৯৬৩ সালের এই দিনে মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
    ১৯৭১ সালের এই দিনে বিপ্লবী অমৃতলাল সরকারের মৃত্যু।
    ১৯৮২ সালের এই দিনে আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপ দখল করে নেয়।
    ১৯৮৬ সালের এই দিনে আইনজীবী ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেনের মৃত্যু।
    ১৯৮৯ সালের এই দিনে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ হাভানায় ভ্রমণ করেন ফিদেল কাস্ত্রোর সঙ্গে দেখা করতে।

    ::: ০৩ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে :::

    ০৪ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে

    ০৫ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে

    ০৬ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে

    ০৭ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে
    ০৮ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে
    ০৯ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে
    ১০ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে
    ১১ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে
    ১২ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে
    ১৩ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে
    ১৪ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে
    ১৫ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে
    ১৬ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে
    ১৭ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে
    ১৮ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে
    ১৯ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে
    ২০ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে
    ২১ এপ্রিল ইতিহাসে আজকের এই দিন

    :::২২ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে:::

    আজ বিশ্ব ধরিত্রী দিবস
    ১৩৫৮ খ্রিস্টাব্দের এই দিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গণতন্ত্রের প্রতিষ্ঠা ইমাম খোমেনী (রহঃ) ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী গঠনের ফরমান জারী করেন ।
    ১৬৬২ খ্রিস্টাব্দের এই দিনে লন্ডনে রয়াল সোসাইটি গঠিত হয়
    আজ বিশ্ব ধরিত্রী দিবস
    ১৩৫৮ খ্রিস্টাব্দের এই দিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গণতন্ত্রের প্রতিষ্ঠা ইমাম খোমেনী (রহঃ) ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী গঠনের ফরমান জারী করেন ।
    ১৬৬২ খ্রিস্টাব্দের এই দিনে লন্ডনে রয়াল সোসাইটি গঠিত হয়।
    ১৭২৪ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের জন্ম।
    ১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রথম পার্লামেন্ট বসে।
    ১৮৭০ খ্রিস্টাব্দের এই দিনে রুশ বিপ্লবের রূপকার ও প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ইলিচ লেনিনের জন্ম।
    ১৮৯০ খ্রিস্টাব্দের এই দিনে কিউবার জনগণ সেদেশে স্পেনের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে বিদ্রোহ করে ।
    ১৮৯৯ খ্রিস্টাব্দের এই দিনে রুশ কথাসাহিত্যিক ও কবি ভ্লাদিমির নবোকভের জন্ম।
    ১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন পদার্থবিদ রবার্ট ওপেনহেইমারের জন্ম।
    ১৯১২ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ‘প্রাভদা’ পত্রিকা প্রকাশ পায়।
    ১৯৩৩ খ্রিস্টাব্দের এই দিনে মোটর গাড়ির নকশাকার হেনরি রয়েসের মৃত্যু।
    ১৯৪৪ খ্রিস্টাব্দের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মৈত্রীবাহিনী নিউ গিনিতে প্রবেশ করে।
    ১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে অবৈধ রাষ্ট্র ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনের উতরা পশ্চিমাঞ্চালে অবস্থিত বান্দর নগরী হাইফাতে হামলা চালায় ।
    ১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন।
    ১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে ব্রাজিলীয় ফুটবলার কাকা জন্মগ্রহণ করেন।
    ১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে টানা পাঁচ বছর বৈরিতার পর পিএলও ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়।
    ১৯৯৮ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরলান্ডোতে ডিজনি এনিম্যাল ওয়ার্ল্ড উদ্বোধন করা হয়।
    ১৯৯৮ খ্রিস্টাব্দের এই দিনে ইরাকে প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ মুর্তজা বুরুজার্দী ৭০ বছর বয়সে নাজাফে শাহাদাত বরণ করেন ।

    :::: ২৩ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে ::::


    ১৬৬১ - ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দ্বিতীয় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা হিসাবে অভিষিক্ত হন।
    ১৬৩৫ - যুক্তরাষ্ট্রে বোস্টন ল্যাটিন স্কুল নামে প্রথম পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয়।
    ১৭৯৫ - ভারতের ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে বেকসুর খালাস পান।
    ১৮২৭ - আইরিশ গণিতজ্ঞ ও পদার্থবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোকরশ্মির তত্ত্ব প্রদান করেন।
    ১৮৯৬ - নিউ ইয়র্ক শহরে জনসমক্ষে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়।
    ১৯২০ - মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের নেতা নির্বাচিত।
    ১৯২০ - তুরস্কের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ঐদেশের এক কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ আংকারা শহরে প্রতিষ্ঠিত হয়।
    ১৯২৩ - গদানস্ক উপসাগরের তীরে পোলীয় বন্দর গদানিয়া প্রতিষ্ঠিত হয়।
    ১৯২৭ - তুরস্ক একমাত্র দেশ, যেখানে শিশু দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়।
    ১৯৩২ - লন্ডনে শেক্সপিয়র মেমোরিয়াল থিয়েটার উদ্বোধন করা হয়।
    ১৯৬১ - চল্লিশের দশকের সেনাপতির পোষাক পরে ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস দ্য গল ফ্রান্সের সামরিক বাহিনী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানান, তারা যেন আলজিয়ার্সে উদ্ভূত অভ্যুত্থান প্রচেষ্টার বিরোধিতা করেন।
    ১৯৬৮ - নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির ছাত্ররা এই দিনে ইউনিভার্সিটি বন্ধ করে দিয়ে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদ করে।
    ১৯৬৮ - ব্রিটেনে প্রথম দশমিক মুদ্রা চালু হয়।
    ১৯৭১ - ভারতে প্রথম সুপার এক্সপ্রেস টেলিগ্রাফ সার্ভিসের উদ্বোধন করা হয়।
    ১৯৭১ - বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার ও রাজাকাররা প্রায় তিন হাজার হিন্দু হত্যা করেছিল জোতিভাঙ্গা নামক এলাকায়।
    ১৯৭৭ - বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনী গৃহীত হয়।
    ১৯৮৮ - লিবিয়ায় বিস্ফোরক ভর্তি ট্রাক বিস্ফোরণে ৫৪ জন নিহত হন।
    ১৯৯০ - ২৬ বছরের মধ্যে প্রথম চীনের সরকার প্রধান, প্রধানমন্ত্রী লি পেং সোভিয়েত ইউনিয়ন সফরে যান।

    ১৭৭৫ - উইলিয়াম টার্নার, তিনি ছিলেন প্রখ্যাত ইংরেজ আর্টিস্ট জন্মগ্রহণ করেন।
    ১৭৯১ - জেমস বিউকানান, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেন।
    ১৮৫৮ - মাক্স প্লাংক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী জন্মগ্রহণ করেন।
    ১৮৬৭ - জন্মগ্রহণ করেন জোহানেস ফিবিগের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ পদার্থবিজ্ঞানী।
    ১৮৯১ - রাশিয়ার প্রখ্যাত সংগীত রচয়িতা, সুরকার এবং পিয়ানোবাদক সের্গেই প্রোকোফিভ ইউক্রেনের একটি গ্রামে জন্মগ্রহণ করেন।
    ১৮৯৩ - মৃত্তিকাবিজ্ঞানী জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
    ১৮৯৭ - লাস্টের বি. পিয়ারসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান রাজনীতিবিদ ও ১৪ তম প্রধানমন্ত্রী।
    ১৮৯৯ - বারটিল অহলীন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
    ১৯০২ - হাল্ডর লাক্সনেস্‌, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইসল্যান্ডিক লেখক ও কবি।
    ১৯১৮ - মরিস দরুন, তিনি ছিলেন ফরাসি লেখক।
    ১৯২৮ - শার্লি টেম্পল, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী, গায়িকা, ড্যান্সার ও কূটনীতিক।

    ১৯৪১ - রেমন্ড স্যামুয়েল টমলিনসন, তিনি ছিলেন মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী।
    ১৯৪১ - পাভো লিপোনেন, তিনি ফিনিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩৮ তম প্রধানমন্ত্রী।
    ১৯৫৪ - মাইকেল মুরে, তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও সমাজ সেবী।
    ১৯৫৫ - জুডি ডেভিস, তিনি অস্ট্রেলিয়ান অভিনেত্রী।
    ১৯৬২ - জন হান্নাহ, তিনি স্কটিশ অভিনেতা ও প্রযোজক।
    ১৯৬৮ - টিমোথি ম্যাকভেই, তিনি ছিলেন আমেরিকান সন্ত্রাসী, ওকলাহোমা শহরের হামলার ঘটনার সহ-অপরাধী।
    ১৯৭৭ - কাল পেন্‌, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা।
    ১৯৮৯ - নিকলে ভাইডিসোভা, তিনি চেক টেনিস খেলোয়াড়।

    ০৭১১ - মৃত্যু হয় তৃতীয় চিল্ডেবেরট, তিনি ছিলেন ফ্রাঙ্কিশ রাজা।
    ১৬১৬ - মৃত্যু হয় উইলিয়াম শেক্সপিয়র, তিনি ছিলেন বিশ্ববরেণ্য কবি ও নাট্যকার।
    ১৬১৬ - মৃত্যু হয় মিগেল দে থের্ভান্তেস, তিনি ছিলেন স্পেনীয় ঔপন্যাসিক, কবি ও নাট্যকার।
    ১৮৫০ -মৃত্যু হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি ছিলেন একজন অন্যতম ইংরেজ রোমান্টিক কবি।
    ১৯১৫ - মৃত্যু হয় রুপার্ট ব্রুক, তিনি ছিলেন ইংরেজ কবি।
    ১৯৫১ - মৃত্যু হয় চার্লস জি. ডাওস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ব্যাংকার, রাজনীতিবিদ ও ৩০ তম ভাইস প্রেসিডেন্ট।
    ১৯৬৮ - মৃত্যু হয় বড়ে গোলাম আলী খাঁ, তিনি ছিলেন উপমহাদেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পী।
    ১৯৭৫ - মৃত্যু হয় উইলিয়াম হার্টনেল, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
    ১৯৮১ - মৃত্যু হয় জোসেপ প্লা ই কাসাডেভেল, তিনি ছিলেন কাতালান সাংবাদিক ও লেখক।
    ১৯৮৬ - মৃত্যু হয় অটো লুডভিগ প্রেমিঙার, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
    ১৯৮৭ - মৃত্যু হয় কবি ও প্রাবন্ধিক সুফি জুলফিকার হায়দার মৃত্যুবরণ করেন।
    ১৯৯০ - মৃত্যু হয় পাউলেটে গডার্ড, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও সমাজসেবী।
    ১৯৯২ - মৃত্যু হয় সত্যজিৎ রায়, তিনি ছিলেন বাংলা চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক ও চিত্রকর|
    ১৯৯৩ - শ্রীলঙ্কার শীর্ষ বিরোধীদলীয় নেতা ললিত আথুলাথ মুদালি আততায়ীর গুলিতে নিহত হন।
    ১৯৯৭ - মৃত্যু হয় ডেনিস কম্পটন, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।
    ২০০৭ - মৃত্যু হয় বরিস ইয়েল্টসিন, তিনি ছিলেন রাশিয়ান রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
    ২০১৪ - মৃত্যু হয় পাট্রিক স্টান্ডফরড, তিনি ছিলেন ইংরেজ সুরকার ও শিক্ষক।


    দিবস: আজ আন্তর্জাতিক বই ও কপি রাইট দিবস।

    :::: ২৪ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে ::::

    আজকের দিন বিশ্ব মেধা সম্পদ দিবস।
    ৭০২ - এই দিনে জন্ম নেন ইমাম জাফর আল-সাদিক, শিয়া ইমাম।
    ১০৬১ - ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়।
    ১২৭১ - ভ্যানেশীয় বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন।
    ১৫৫৮ - ফ্রান্সের যুবরাজ ফ্রাঙ্কোইস মেরি স্টুয়ার্টকে বিয়ে করেন।
    ১৭৬২ - রাশিয়া ও প্রুশিয়া শান্তিচুক্তি করে।
    ১৮০০ - লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়।
    ১৮৯৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে।
    ১৯১২ - ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতার দাবীতে এবং সেদেশে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে।
    ১৯১৬ - ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গণ-অভ্যুত্থান শুরু।
    ১৯২৬ - যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয়।
    ১৯৪৫ - সাবেক সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে।
    ১৯৫৪ - রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং, আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দীকে হত্যা করা হয়।
    ১৯৫৫ - প্রথম বান্দুং সম্মেলন সমাপ্ত হয়।
    ১৯৭০ - গাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয়।
    ১৯৭২ - এই দিনে মৃত্যু  যমিনী রায়,চিত্রশিল্পি।
    ২০১৩ - বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প-দুর্ঘটনা রানা প্লাজা ট্রাজেডি ঘটে। এতে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের নির্মম মৃত্যু ঘটে।
    ১৮৯৭ - বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী।
    ১৯৭৩ - শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেটার।
    ২০০৬ - এই দিনে মৃত্যু নাসরীন পারভীন হক, বাংলাদেশের অন্যতম মানবাধিকার নেত্রী।





    • :::: ২৫ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে ::::

      আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস 


      ২৬ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে

      ২৭ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে

      ২৮ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে

      ২৯ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে

      ৩০ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে

      ৩১ এপ্রিল ইতিহাসে আজকের এই দিনে

    Post a Comment

    If you learn something from our post please comment...

     
    Top