1
ইংরেজি ভাষার মজার ব্যাপার


80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5,R=18
(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12 5 20 20 5 18=80


☞ ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।

☞ Lieutenant (ল্যাফট্যানেন্ট) লিখতে কোন F অক্ষর লাগেনা।

☞ “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।


“ I Am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।


☞ “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।


☞ “Abstemious ও Facetious ”শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।


☞ ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Qএ পরে u আছে।



☞ Rhythm সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।


☞ Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে ।


☞ ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে, সেগুলো হলঃ proceed , exceed , succeed.


☞ Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।


☞ ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে। এগুলো হলঃ tremendous , horrendous , stupendous , hazardous.


☞ Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।


☞ set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে


Therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, herein.


☞ Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।


☞ indivisibility এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে।


☞ Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর oo,kk,ee পাশাপাশি আছে।


☞ understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে


☞ queue একমাত্র ইংরেজি শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়।

Post a Comment

If you learn something from our post please comment...

 
Top