0
রক্তের গ্রুপ ও কে কাকে রক্ত দিতে পারবে
আমরা জানি মানুষ ভেদে রক্তের গ্রুপের পার্থক্য হয়। সাধারণত A+, A-, B+, B-, AB+, AB-, O+, O- গ্রুপের রক্ত থাকে। এর মধ্যে পৃথিবীতে সবচেয়ে O+ গ্রুপের মানুষের সংখ্যা বেশী। নিচে এশিয়া মহাদেশীদের রক্তের গ্রুপের শতকরা হার দেয়া হল
 
ব্লাড গ্রুপ
শতকরা
O+
 
৩৯%
O-
 
১%
A+
 
২৭%
A-
 
০.৫%
B+
 
২৫%
B-
 
০.৪%
AB+
 
৭%
AB-
 
০.১%


কারা রক্ত দিতে পারবে
প্রাপ্ত বয়স্ক যেকোন সুস্থ মানুষ অন্যকে রক্ত দিতে পারে। তবে বয়স ও শরীরের ওজনকে বিবেচনা করতে হবে।
উপযুক্ত বয়স- মহিলা ও পুরুষ যাদের বয়স ১৮ - ৪৫ বছর।

উপযুক্ত ওজন- পুরুষদের ক্ষেত্রে অবশ্যই ৪৭ কেজি বা তার উর্ধে হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে ৪৫ কেজি বা তার উর্ধে হতে হবে।

যারা রক্ত দিবেন না-
  • যাদের ৩ বছরের মধ্যে জন্ডিস হয়েছে
  • যাদের রক্ত বাহিত জটিল রোগ রয়েছে
  • ৪ মাসের মধ্যে যারা রক্ত দিয়েছেন
  • যারা ৬ মাসের মধ্যে বড় কোন অস্ত্রপচার করিয়েছেন
  • মহিলাদের ক্ষেত্রে যারা গর্ভবতী অথবা যাদের মাসিক বা ঋতুস্রাব চলছে
এসব বিষয় ছাড়াও রক্ত দেয়ার সময় রক্তদাতার অন্যান্য শারীরিক বিষয় যাচাই করা হয়। 

রক্তদানের সাধারন তথ্য
  • এক ব্যাগ রক্ত দিলে শরীরের কোন ক্ষতি হয় না।
  • রক্ত দানের ৫- ২১ দিনের মধ্যে ঘাটতি পূরণ হয়ে যায়।
  • রক্ত দিলে হাড়ের বোনম্যারোতে নতুন রক্ত কণিকা তৈরিতে উদ্দীপনা আসে।
  • ব্যবহৃত সূচ সিরিঞ্জ জীবাণু মুক্ত কি না জেনে নিন।
  • খালি পেটে রক্ত দিবেন না।
  • রক্তদানের পুর্বে প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নিন।
  • পরিচিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে রক্ত দিন।
 
নিচের সারণী থেকে আমরা দেখে নিতে পারি কোণ গ্রুপের রক্ত কাকে দিতে পারবে বা কার কাছ থেকে রক্ত নিতে পারে-
 
রক্তের গ্রুপ
যাদের দিতে পারবে
যাদের কাছ থেকে নিতে পারবে
A+
A+  AB+
A+   A-  O+  O-
A-
A+   A-   AB+  AB-
A-   O-
AB+
AB+
সকল গ্রুপ
AB-
AB+  AB-
A-   B-  O-  AB-
B+
B+ AB+
B+  B-  O+  O-
B-
B+  B-   AB+  AB-
B-   O-
O+
A+  B+   AB+  O+
O+  O-
O-
সকল গ্রুপ
O-
 
 
 
উপরের সারণী থেকে আমরা দেখতে পাই O নেগেটিভ হল সর্বজন দাতা এবং AB পজেটিভ হল সর্বজন  গ্রহীতা।

Post a Comment

If you learn something from our post please comment...

 
Top