0


  বর্তমান সময়ে ইঞ্জিনিয়ারদের কাছে অতি সুপরিচিত ড্রাফটিং সফটওয়্যারের নাম হচ্ছে অটোক্যাড, সিভিল ইলেক্ট্রিক্যাল মেকানিক্যাল যেই সেক্টর ই বলুন অটোক্যাড এর বিকল্প ভাবা দায় আর তাই অটোক্যাড নিয়ে আমাদের জ্ঞান থাকা চাই নিখুঁত, যদি এই অটোক্যাড এর সকল কমান্ড গুলো জেনে নেয়া যায় তবে তা অনেকাংশে পুরন করা সম্ভব, সে জন্যে নতুন ও পুরাতনদের কথা মাথায় রেখে নিচে অটোক্যাড এর শর্টকাট কমান্ড এর দুটো লিস্ট দেয়া হলো পূর্ণ বিবরন সহ, আশা করি ডাউনলোড করে নিবেন এবং কাজে লাগবে অতি প্রয়োজনীয় হিসাবে।  


ডাউনলোড করে নিন অটোক্যাড শর্টকাট কমান্ড পিডিএফ



AutoCAD_Shortcuts book





ফাইল যেভাবে ডাউনলোড করবেনঃ
- উপরের লিঙ্কে ক্লিক করুন।
- নতুন যে পেজ আসবে সেখানে উপরে ডান আশে "SKIP AD"  বাটনে ক্লিক করুন।

- এবার যে উইন্ডো আসবে সেখানে ৫সেকেন্ড পর পর যতবার আসবে ততবার নিচের দেখানো ছবির মত "click here"এ  ক্লিক করুন। 

- দয়া করে অন্য কোন লিঙ্কে ক্লিক করবেন না।



- এর পর পুনরায় একই জায়গায় "SKIP AD"বাটন আসবে যাতে ২/৩ বার ক্লিক করলেই কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন।

ধৈর্য সহকারে এড এর মাধ্যমে আমাদের সাপোর্ট করার জন্যে ধন্যবাদ।




Post a Comment

If you learn something from our post please comment...

 
Top