সম্প্রতিক পোষ্ট

0

১) বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় ব' দ্বীপ (Delta)।



২) সবচেয়ে বড় শিল পড়েছিলো ২.২ পাউন্ড ওজনের, গোপালগন্জে ১৪ এপ্রিল ১৯৮৬ সালে। এই ঝড়ে ৯২ জন মারা যায়।



৩) সবচেয়ে বড় মানববন্ধন ১১ ডিসেম্বর ২০০৪ সালে।৫০ লাখ লোক নিয়ে আওয়ামী লীগ ৬৫২ মাইল লম্বা এ মানব বন্ধন করেছিলো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত।



৪) বগুড়ার মোহাম্মদ রজব আলী। উনার নাতিনাতনীর সংখ্যা ৫ শতাধিক। ১১৫ বছর বয়সে তিনি মারা যান । গিনেস বুকে তার নাম সুপার গ্রান্ড ফাদার হিসেবে উল্লেখ করা আছে।



৫) জোবেরা রহমান লীনু জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে১৬ বার জিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন গিনেস বুকে!



৬) সবচেয়ে কম বয়সী বিবাহিতদম্পতি।১৯৮৬ সালে আমিনপুর, পাবনাতে দুপরিবারের দ্বন্দ মেটাতে ১১ মাসেরএকছেলের সাথে ৩ মাসের এক মেয়েরবিয়ে দেয়া হয়!



৭) আর আজ প্যারেডগ্রাউন্ডে সৃষ্টি হলো মানবপতাকা তবিশ্ব রেকর্ড; অংশ নিল ২৭ হাজার১১৭জন। বিশ্বের সবচেয়ে বড় মানবপতাকা তৈরি করে গিনেজবুকে নামলেখালো বাংলাদেশ

Post a Comment

If you learn something from our post please comment...

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top