0

MCQ ও প্রিলিমানারী পরীক্ষার জন্যে সাধারন জ্ঞান প্রস্তুতি
প্রশ্ন : সম্প্রতি কোন ১২ টি দেশ মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে ?
উ :  যুক্তরাষ্ট্র, জাপান, ব্রুনাই, চিলি, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, মঙ্গোলিয়া, মেক্সিকো, পেরু, ও ভিয়েত নাম।

প্রশ্ন :কোন স্লোগানকে সামনে রেখে এবারের আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত হয় ?
উ : তথ্যই শক্তি, মানব, জানব,জানাবো, দুর্নীতি রুখবো ।

প্রশ্ন : বাংলাদেশকে কোন সালের চ্যাম্পিয়ন ট্রফি খেলার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আসিসি ?
উ : ২০১৭ সালের।

প্রশ্ন : বর্তমান বিশ্বে কোন দেশে বেশি শরণার্থী রয়েছে ?
উ : পাকিস্তান (৪০ লাখ) ।

প্রশ্ন : বিশ্ব খাদ্য ঘাটতি মোকাবেলায় স্পেনভিত্তিক একটি প্রতিষ্ঠান সম্প্রতি যে ভাসমান খামারের নকশা প্রণয়ন করেছে সেটির নাম কি ?
উ : স্মার্ট ফ্লোটিং ফার্ম ।

প্রশ্ন : সম্প্রতি নেপাল তাদের নতুন সংবিধানে কোনটিকে তাদের জাতীয় পশু হিসেবে ঘোষণা দিয়েছে?
উ : গরু।

প্রশ্ন : বাংলাদেশে কত সংখ্যক মানুষ দরিদ্র ?
উ :৩ কোটি ৮৫ লাখ ।

প্রশ্ন : ২০১৫ সালে মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উ : যুক্তরাষ্ট্র ।

প্রশ্ন : ভারত কবে স্পেস অবজারভেটরি অ্যাস্ট্রেস্যাট উৎক্ষেপন করে?
উ : ২৮ সেপ্টেম্বর ২০১৫ ।

প্রশ্ন : বর্তমান বিশ্বে হাজারে গড় মৃত্যু হার কত জন ?
উ : ১০ জন।

প্রশ্ন : ২০১৫ সালে জাতিসঙ্গের সাধারণ পরিষদ বিশ্বকে কতটি ক্ষেত্রে এগিয়ে নেয়ার জন্য ১৫ বছরের নতুন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে?
উ : ১৭ টি ক্ষেত্র্র ।

প্রশ্ন :জাতিসঙ্গের ওয়েবসাইটের তথ্যানুযায়ী বর্তমানে বিশ্বের কতটি দেশে কতসংখ্যক শান্তিরক্ষি কাজ করছে ?
উ : ১৬ টি দেশে ১ লাখ ৬ হাজার ৫০০ জন।


প্রশ্ন : বাংলাদেশ সর্বপ্রথম গ্রীনিচ বুকে সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করে কে? 
উ : বাংলাদেশ সর্বপ্রথম গ্রীনিচ বুকে সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করে বিশ্ব রেকর্ড করে ১৬ ডিসেম্বর ২০১৩খ্রি:(মোবাইল কোম্পানি রবি ও সেনাবাহিনীর উদ্যোগে) এতে অংশগ্রহন করে ২৭,১১৭ জন স্বেচ্ছাসেবী।সময় ৬ মিনিট ১৬ সেকেন্ড।

প্রশ্ন : বাংলাদেশের টেস্ট ইতিহাসে অভিষেক ইনিংসে ১০ নম্বরে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি বাউন্ডারী মারেন কে?
উ : আবুল হাসান রাজু (১৪টি), বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ২০১২।

প্রশ্ন : বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক টেস্ট খেলার একযুগ পূর্তি হয় কত তারিখে?
উ : ১০ নভেম্বর ২০১২।

প্রশ্ন : অভিষেক টেস্ট সেরা বলিং করেন কোন বাংলাদেশী?
উ : সোহাগ গাজী।

প্রশ্ন : ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তমান অধিনায়ক কে?
উ : ড্যারেন স্যামি।

প্রশ্ন : বাংলাদেশ দলের বর্তমান অধিনায়কের নাম কি?
উ : মুশফিকুর রহিম।

প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃৃদ্ধির হার কত?
উ : ১.৩%।

প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উ : অষ্টম।

প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসসংখ্যা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
উ : ১৫.২৪ কোটি।

প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব আর্থিক উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উ : ৫৭তম।

প্রশ্ন : ৮ নভেম্বর ২০১২ ইন্টারপোলের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উ : মিরিল্লি বাল্লেসট্রাজিছ (ফ্রান্স)।

প্রশ্ন : ২০১২ সালের ২২ নভেম্বর ডি-৮ (উ-৪)-এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উ : ইসলামাবাদ, পাকিস্তান।

প্রশ্ন : ওয়াল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডঈঙ)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উ : ১৭৯টি (সর্বশেষ সোমালিয়া, ৪ অক্টোবর ২০১২)।

প্রশ্ন : ক্রোম বুক কি?
উ : গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপ।

প্রশ্ন : বাংলাদেশে গুগলের আনুষ্ঠানিক কার্যক্রম  শুরু হয় কত তারিখে?
উ : ৫ নভেম্বর ২০১২।

প্রশ্ন : বিশ্বের প্রথম ঠবৎঃরপধষ ঞধশব ঙভভ ধহফ খধহফরহম (ঠঞঙখ) ড্রোন তৈরি করেছে কোন দেশ?
উ : ইরান।

প্রশ্ন : বিশ্বের কোন দেশে প্রথম ফোর জি (৪এ) প্রযুক্তি চালু হয়?
উ : দক্ষিণ কোরিয়ায় (২০০৬ সালে)

প্রশ্ন : পরমাণু মডেলের (অঃড়সরপ ংঃৎঁপঃঁৎব) জনক কে?
উ : নিলস বোর (ডেনমার্ক)।

প্রশ্ন : বিশ্বের কতটি দেশে গুগল কার্যালয় পরিচালনা করছে?
উ : ৪৯টি দেশে।

প্রশ্ন : ১৩ নভেম্বর ২০১২ গুগল কোন মোবাইল সেট ও ট্যাবলেট কম্পিউটার বাজারে ছেড়েছে?
উ : নেক্সাস ৪ (ঘবীঁং-৪) এবং নেক্সাস ১০ ট্যাবলেট কম্পিউটার।

প্রশ্ন : ভাসমান হাসপাতাল রংধনুর উদ্বোধন করা হয় কবে?
উ : ১৪ নভেম্বর ২০১২।

প্রশ্ন : প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের  মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য কবে তার দেহাবশেষ উত্তোলন করা হয়?
উ : ২৭ নভেম্বর ২০১২।

প্রশ্ন : নারী হিসেবে মহাকাশে সবচেয়ে বেশি সময় হাঁটার রেকর্ড করেন কে?
উ : ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস।

প্রশ্ন : জাতিসংঘের আহ্বানে সারাবিশ্বে মালালা দিবস পালিত হয় কত তারিখে?
উ : ১০ নভেম্বর ২০১২।

প্রশ্ন : বাংলাদেশ এশিয়া-ইউরোপ মিটিংয়ের (আসেস) পূর্ণ সদস্য পদ লাভ করে কত তারিখে?
উ : ৫ নভেম্বর ২০১২।

প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
উ : ৭০টি।

প্রশ্ন : বাংলাদেশের প্রাক প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
উ : ৩-৫ বছর।

প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশন ২৪ ঘণ্টা সম্প্রচার শুরু করে কবে?
উ : ৫ নভেম্বর ২০১২।

প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে এবং কত তারিখে নিয়োগ প্রাপ্ত হন?
উ : ড. হাসান জামান; ৫ নভেম্বর ২০১২।

প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান সভাপতির নাম কি?
উ : সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া।

প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান মহাসচিবের নাম কি?
উ : সৈয়দ শাহেদ রেজা।

প্রশ্ন : বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি?
উ: বালুয়ার্ত (মেক্সিকো)।

প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের মোট জনসংখ্যা কত?
উ : ৭০৫ কোটি ২১ লাখ।

প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উ : ১.১% (২০১২-১৫)।

প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উ : চীন।

প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উ : ট্যুভালু।

প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
উ : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি?
উ : মালদ্বীপ।

প্রশ্ন : ফিলিস্তিন কত তারিখে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি পায়?
উ : ২ নভেম্বর ২০১২।

প্রশ্ন : মেক্সিকোর নতুন প্রেসিডেন্টের  নাম কি?
উ : এনরিক পিনা নিয়েতো।

প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম নদী-
উ : নীলনদ (৬৮২৫ কি.মি.), আফ্রিকা।

প্রশ্ন :বিশ্বের বৃহত্তম নদী-
উ :আমাজান, দ. আমেরিকা। (সবচেয়েবেশি পানি প্রবাহিত হয়)।

প্রশ্ন :ক্ষুদ্রতম নদী-
উ :ডি রিভার (৪৪০ ফুট),যুক্তরাষ্ট ­ ­্র।

প্রশ্ন :আন্তর্জাতিক নদী বলা হয়-
উ :দানিয়ুব নদীকে (ইউরোপের ১০টি দেশকে অতিক্রম করেছে এটি)।

প্রশ্ন :দ. এশিয়ার প্রধান ৩টি নদী-
উ :সিন্ধু (পাকিস্তান), গঙ্গা (ভারত) ও বহ্মপুত্র (বাংলাদেশ ও ভারত)।

প্রশ্ন :বিশ্বের বৃহত্তম হ্রদের নাম-
উ :কাস্পিয়ান সাগর (রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কেমেনিস্তান , ইরান)।

প্রশ্ন :গভীরতম হ্রদ-
উ :বৈকাল (রাশিয়া)।

প্রশ্ন :বিশ্বের বৃহত্তম দ্বীপ 'গ্রিনল্যান্ড' এর মালিক- ডেনমার্ক। বিশ্বের ২য় বহত্তম ও ৩য় বৃহত্তম দ্বীপ যথাক্রমে- নিউ গিনি (অস্ট্রেলিয়া)এব ­ ­ং বোর্ণিও (ইন্দোনেশিয়া, ব্রুনেই, মালয়েশিয়া)

প্রশ্ন :পৃথিবীর উচ্চতম জলপ্রপাত?
উ :-Angel Falls (৩২১২ ফুট),ভেনিজুয়েলা ­ ­।

প্রশ্ন :পানি পতনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত-
উ : Guaira ­, ব্রাজিল।

প্রশ্ন :খাবার স্যালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান?
উ. আইসিডিডিআরবি

প্রশ্ন :বাংলাপিডিয়া প্রকাশ করে কারা?
উ. এশিয়াটিক সোসাইটি।

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
উ. রাষ্ট্রপতি।

প্রশ্ন : ইসরাইল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ. ১৯৪৮ সালে।

প্রশ্ন : দুই জার্মানি একত্রিত হয় কোন সালে?
উ. ১৯৯০ সালে।

প্রশ্ন : মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে?
উ. সৌদি আরব।

প্রশ্ন : ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে?
উ. ১৯৭৮ সালে।

প্রশ্ন : হিলারি ক্লিনটন আমেরিকার কোন নির্বাচনী এলাকা থেকে সিনেটর নির্বাচিত হন?
উ. নিউইয়র্ক।

প্রশ্ন :ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে?
উ. ২৮টি।

প্রশ্ন : যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না
উ. হেপারিন।

প্রশ্ন : মানুষের লিঙ্গ নির্ণয়ী ক্রোমোজমের সংখ্যা কয়টি?
উ. ১ জোড়া।

প্রশ্ন : আকাশ নীল দেখায় কেন?
উ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।

প্রশ্ন : রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে?
উ. লেন্সের।

প্রশ্ন : পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ কী?
উ. কেরোসিন পানির চেয়ে হালকা বলে।

প্রশ্ন : হীরক উজ্জ্বল দেখায়, কারণ কী?
উ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।

প্রশ্ন : ‘বাঘে মহিষে এক ঘাটে জল খায়’- এখানে ‘বাঘে মহিষে’ কোন ধরনের কর্তা?
উ. ব্যতিহার কর্তা।

প্রশ্ন : ‘দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে’-এখানে ‘দুয়ারে’ কোন কারক?
উ. ঐকদেশিক আধারাধিকরণ।

প্রশ্ন : কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নেই?
উ. লোপ চিহ্ন।

প্রশ্ন : ‘কারচুপি’ শব্দের ‘কার’ উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে?
উ. ফারসি।

প্রশ্ন : যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় কী বলে?
উ. কৃতদার।

প্রশ্ন :‘গরুর শকট’ শব্দটি কী দোষে দুষ্ট?
উ. গুরুচণ্ডালী।

প্রশ্ন : ‘না, আমি যাব না’-এখানে ‘না’ কোন ধরনের অব্যয়?
উ. অনন্বয়ী অব্যয়।

প্রশ্ন :‘সবিতা’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উ. সত্যেন্দ্রনাথ দত্ত।

প্রশ্ন : নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন কবিতাটি লেখেন?
উ. কাণ্ডারী হুঁশিয়ার।

প্রশ্ন : রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক?
উ. গোরা।

প্রশ্ন :‘তার প্রেমি কি সুখ হতো সে যদি ভালোবাসিত’-এ গানের রচয়িতা কে?
উ. শ্রীধর কথক।

প্রশ্ন : ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কী?
উ. আঙুর।

প্রশ্ন : ‘শম’ শব্দের অর্থ কী?
উ. শাস্তি।

প্রশ্ন : ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কী?
উ. নিতান্ত অলস।

প্রশ্ন : ‘কার্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
উ. কৃ+য।

প্রশ্ন : টিএস এলিয়েটের কবিতার বাংলা অনুবাদ করেন কে?
উ. বিষ্ণু দে।

প্রশ্ন : বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উ. বলাকা।

প্রশ্ন : বাংলাদেশে এ পর্যন্ত কতবার সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছে?
উ. একবার।

প্রশ্ন : বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে?
উ. ১১টি।

প্রশ্ন : আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন?
উ. প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রশ্ন :সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী?
উ. নারিকেল জিঞ্জিরা।

প্রশ্ন : ‘চর গজারিয়া’ কোন জেলায় অবস্থিত?
উ. লক্ষ্মীপুর।

প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাঁধনহারা’র পরিচালক কে?
উ. এ জে মিন্টু।

প্রশ্ন : ইরান প্রথম পারমাণবিক কর্মসূচি কবে শুরু করে?
উ. ১৯৫০ সালে।

প্রশ্ন : জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের নাগরিক?
উ. জ্যামাইকা।

প্রশ্ন : বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়?
উ. অক্টোবর মাসের প্রথম সোমবার।

প্রশ্ন : পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উ. নিকোলাস অটো।

প্রশ্ন : পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়?
উ. প্রশান্ত মহাসাগর।

প্রশ্ন : জাতিসংঘের বাইরে কোন শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়?
উ. লন্ডন।

প্রশ্ন : কিসে ক্লোরোফিল নেই?
উ. ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে।

প্রশ্ন : মশা নিবারণকারী সাইট্রোনেলা গাছটি কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেন?
উ. যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : মুক্তার ওজনের এককের নাম কী?
উ. গ্রেন।

প্রশ্ন : কেমোথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
উ. ক্যান্সার।

প্রশ্ন : কোয়ার্টজ কী?
উ. সিলিকন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি বর্ণহীন কেলাস।

প্রশ্ন : বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয় কোন দেশে?
উ. যুক্তরাষ্ট্রে।

প্রশ্ন ;- আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ?
উত্তর ;- ভেদরগঞ্জ,শরীয়তপুর।

প্রশ্ন ;- বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী ?
উত্তর ;- নাটোর(সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট)

প্রশ্ন ;- ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্হানকে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় ?
উত্তর ;- কুয়াকাটা,পটুয়াখালী।

প্রশ্ন ;- বাংলাদেশের তৈরী পোষাক আমদানীতে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর ;- মার্কিন যুক্তরাষ্ট্র(দ্বিতীয় জাপান)

প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ?
উত্তর ;- ড.জামালউদ্দিন (বাংলাদেশ)

প্রশ্ন ;- ৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে সিটি কর্পোরেশনে উন্নতি করার ঘোষনা দেন ?
উত্তর ;- রংপুর।

প্রশ্ন ;- বাংলাদেশ রাইফেসলস (BDR)-এর পরিববর্তিত নাম কি?
উত্তর ;- “বর্ডার গার্ড বাংলাদেশ” (BGB)

প্রশ্ন ;- বর্ডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ?
উত্তর ;- ২৩ জানুয়ারী,২০১১।

প্রশ্ন ;- কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ?
উত্তর ;- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন ;- সোমালিয়ার জলদস্যরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করে তার নাম কি ?
উত্তর ;- এমভি জাহান মনি।

প্রশ্ন ;- দেশের বৃহত্তম সৌর বিদ্যু কেন্দ্র কোথায় অবস্হিত ?
উত্তর ;- স্বন্দ্বীপ,চট্টগ্রাম।

প্রশ্ন ;- সম্প্রতি কোন গাছকে জাতীয় বৃক্ষ (গাছ) ঘোষনা করা হয় ?
উত্তর ;- আম।

প্রশ্ন ;- জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী প্রেরনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর ;- বাংলাদেশ।

প্রশ্ন ;- দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্তিম লেক কোনটি ?
উত্তর ;- মহামায়া লেক(মিরসরাই.চট্টগ্রাম) বৃহত্তম লেক হলো কাম্তাই লেক।

প্রশ্ন ;- সম্প্রতি দেশে চালুকৃত নতুন টেলিভিশন চ্যানেলের নাম কি ?
উত্তর ;- সংসদ বাংলাদেশ টেলিভিশন।

প্রশ্ন ;- সম্প্রতি দেহে ছড়িয়ে পড়া ভাইরাসের নাম কি ??
উত্তর ;- নিপা।

প্রশ্ন ;-বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি ?
উত্তর ;- ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

প্রশ্ন ;- বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর ;- ভাটিয়ারি,চট্টগ্রাম।

প্রশ্ন ;- বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর ;- পতেঙ্গা,চট্টগ্রাম।

প্রশ্ন ;-বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর ;- যশোর।

প্রশ্ন ;- বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি ?
উত্তর ;- কিংদাও হাইওয়ান সেতু,চীন(৪২.৫৮ কি.মি.)

প্রশ্ন ;- বিশ্বের সর্বপ্রথম কাঠের কুরআন শরীফ কে তৈরী করেন।
উত্তর ;- শিল্পী মহসেন ফুলাদি (ইরান)

প্রশ্ন ;- ২০১১ সালের জানুয়ারীতে দ্বিতীয় ব্যক্তি হিসাবে কার কন্ঠে স্বরযন্ত্র স্হাপন রা হয় ?
উত্তর ;- ব্রেন্ডা জেনসন (USA) (১ম- টিমোথি হিয়েডলার )

প্রশ্ন ;- ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর ;- কাজাখস্তান (২য় কানাডা)

প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের নাম কি ?
উত্তর ;- হারমনি এক্সপ্রেস (চীন)

প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি ?
উত্তর ;- তিহান-১

প্রশ্ন ;- বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম কি ?
উত্তর ;- রিয়াদ উইমেন্স বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন ;- সামাজিক যোগাযোগ সাইট “টুইটার” এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর ;- বিজ স্টোন।

প্রশ্ন ;- “উইকিলিকস” এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর ;- জুলিয়ান অ্যাসাঞ্জ(অস্ট্রেলিয়া)

প্রশ্ন ;- বিশ্বের প্রথম কৃত্তিম কিডনি আবিস্কারক কে ?
উত্তর ;- ড.শুভ রায় (বাংলাদেশ)

প্রশ্ন ;- বিশ্বের সর্বোচ্চ ভবন “দা প্রিন্সেস টাওয়ার” কোথায় নির্মিত হচ্ছে ?
উত্তর ;- দুবাই (সংযুক্ত আরব আমিরাত)

প্রশ্ন ;- ১ জানুয়ারী ২০১১ কোন দেশ ইউরো মুদ্রা চালু করে ?
উত্তর ;- এস্তোনিয়া।

প্রশ্ন ;- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশে ইউরো মুদ্রা চালু রয়েছে ?
উত্তর ;-১৭টি দেশে।

প্রশ্ন ;-জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম শহর কোনটি ?
উত্তর ;-কায়রো,মিশর।

প্রশ্ন ;- ২০১০সালে বিশ্বের শীর্ষ মোটর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি ?
উত্তর ;- টয়োটা(জাপন)

প্রশ্ন ;- ১মার্চ ২০১১ সার্কের দশম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহন করেন কে ?
উত্তর ;- ফাতিহা দইয়ানা সাঈদ(মালদ্বীপ)

প্রশ্ন ;- বিমসটেকের স্হায়ী সচিবালায় বা সদর দপ্তর কোফায় হচ্ছে ?
উত্তর ;- ঢাকা,বাংলাদেশ

প্রশ্ন ;- ২০১১ সালে কোন ব্যক্তি ইসলাম ধর্মে বিশেষ অবদানের জন্য বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন ?
উত্তর ;- আবদুল্লাহ আহমাদ বাদাবী (মালয়েশিয়া)

প্রশ্ন ;- ইসরাইলের চালকবিহীন জঙ্গি বিমানের নাম কি ?
উত্তর ;-”ইটান”,র অর্থ “শক্তিশালী”।

প্রশ্ন ;- বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টানেলের নাম কি ?
উত্তর ;- গোথার্ড বেস টানেল (সুইারল্যান্ড এবং ইতালি )

প্রশ্ন ;- সম্প্রতি কোন দেশে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ আইন কার্যকর হয়?
উত্তর ;- স্পেনে।

 প্রশ্ন ;- পৃথিবীতে কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়.?
উত্তর ;- মেরু অঞ্চলে।

প্রশ্ন ;- হাড় ও দাঁতকে মজবুত করে_
উত্তর ;- ফসফরাস।


প্রশ্ন ;- ফলের মিষ্ঠি গন্ধের জন্য দায়ী.?
উত্তর ;- এস্টার।

প্রশ্ন ;- যৌগিক ফল কোনটি.?
উত্তর ;- কাঠাঁল।

প্রশ্ন ;- কোন রোগে শিশুদের হাত ও পা ধনুকের মতো বাঁকা দেখায়.?
উত্তর ;- রিকেট।


প্রশ্ন ;- ১০০ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি.?
উত্তর ;- ২১ টি।

প্রশ্ন ;- মহিলাটির একাধিক শাড়ী পছন্দ হয়েছিল। সেজন্য তিনি ___হয়েছিলেন।
উত্তর ;- সিদ্ধান্তহীন।

প্রশ্ন ;- বিশ্বব্যাংক সুশাসনের জন্য সূচক চিহ্নিত করেছে কয়টি.?
উত্তর ;- ৬টি।

প্রশ্ন ;- ‘যদি সত্য বল তাহলে মুক্তি পাবে’। উদাহরণটি কোন বাক্যের.?
উত্তর ;- জটিল বাক্য।

প্রশ্ন ;- হোম পেজ কি.?
উত্তর ;- তথ্য পরিবেশনা।

প্রশ্ন ;- বাতাসে শব্দের গতিবেগ ঘন্টায় কত মাইল.?
উত্তর ;- ৭৫৭ মাইল।

প্রশ্ন ;- কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়.?
উত্তর ;- প্রতিধ্বনি।

প্রশ্ন ;- কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি.?
উত্তর ;- লোহা।

প্রশ্ন ;- ৫ লিটার পানির ওজন কত.?
উত্তর ;- ৫ কিলোগ্রাম।

প্রশ্ন ;- ১ মাইলে কত কিলোমিটার.?
উত্তর ;- ১.৬১

প্রশ্ন ;- কোথায় সাতাঁরকাটা সহজ.?
উত্তর ;- সাগরে।

প্রশ্ন ;- কাজের একক কী.?
উত্তর ;- জুল।

প্রশ্ন ;- বিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন.?
উত্তর ;- মাদাম কুরি।

প্রশ্ন ;- ক্রনমিটার হচ্ছে___
উত্তর ;- সময় নির্ণায়ক যন্ত্র।

প্রশ্ন ;- সবচেয়ে শক্ত বস্তু কোনটি.?
উত্তর ;- হীরা।



বাংলাদেশের প্রথম নারীঃ ¤ প্রথম নারী প্রধানমন্ত্রীঃ বেগম খালেদা জিয়া । 

প্রথম নারী স্পীকারঃ ডঃ শিরীন শারমিন চৌধুরী । 

প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রীঃ ডা দীপু মনি ।

প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীঃ এডভোকেট সাহারা খাতুন ।

প্রথম নারী সংসদ উপনেতাঃ সৈয়দা সাজেদা চৌধুরী ।

প্রথম নারী হুইপঃ খালেদা খানম ।

মুক্তিযুদ্ধে প্রথম নারী শহীদঃ মেহেরুন্নেসা ।

ঢাকা বিশ্ববিস্যালয়ের প্রথম মুসলিম ছাত্রীঃ ফজিলাতুন্নেসা ।

ঢাকা বিশ্ববিস্যালয়ের প্রথম নারী শিক্ষকঃ করুণা কণা গুপ্তা ।

প্রথম নারী বিচারপতিঃ নাজমুন আরা সুলতানা ।

সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্যঃ বেগম রাজিয়া বানু ।

জাতিসংঘে নিযুক্ত প্রথম বাংলাদেশী নারী স্থায়ী প্রতিনিধিঃ ইসমা জাহান।

তত্বাবধায়ক সরকারের প্রথম নারী উপদেষ্টাঃ ড। নাজমা চৌধুরী ।

মন্ত্রীসভার প্রথম নারী সদস্যঃ নূরজাহান মুরশিদ ।

প্রথম নারী পুলিশ সুপারঃ রওশন আরা ।

প্রথম নারী প্যারাট্রুপারঃ জান্নাতুল ফেরদৌস ।

স্বাস্থ্য বিষয়ক প্রশ্নঃ 

✬ সামুদ্রিক মাছে পাওয়া যায়- আয়োডিন।
✬ আমিষের পরিমাণ সবচেয়ে বেশি- শুটকী মাছ।
✬ হাড় ও দাতকে মজবুত করে- ক্যালসিয়াম ও ফসফরাস।
✬ সহজে সর্দি কাশি হয়- ভিটামিন সি এর অভাবে।
✬ বিষাক্ত নিকোটিন থাকা- তামাকে।
✬ কচুশাক বিশেষভাবে মূল্যবান- লৌহ উপাদানের জন্য।
✬ সুষম খাদ্যের উপাদান- ৬ টি।
✬ প্রোটিন বেশি থাকে- মসুর ডালে।
✬ চা পাতায় থাকে- ভিটামিন বি কমপ্লেক্স।
✬ ম্যালিক এসিড- টমেটোতে পাওয়া যায়।
✬ ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে- ভিটামিন কে।
✬ খিটামিন সি হলো- অ্যাসকরবিক এসিড।
✬ তাপে নষ্ট হয়- ভিটামিন সি।
✬ গলগল্ড রোগ হয়- আয়োডিন অভাবে।
✬ মানবদেহ গঠনে প্রয়োজন সবচেয়ে বেশি- আমিষের।
✬ আয়োডিন বেশি থাকে- সমুদ্রের মাছে।
✬ কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে- ক্যালসিয়াম অক্সালেট।
✬ রাতকানা রোগ হয়- ভিটামিন এ এর অভাবে।
✬ মুখে ও জিহবায় ঘা হয়- ভিটামিন বি₂ এর অভাবে।
✬ পানিতে দ্রবণীয় ভিটামিন- ভিটামিন বি ও সি।
✬ শিশুদের রিকেটাস রোগ হয়- ভিটামিন ডি এর অভাবে।
✬ মিষ্টি কুমড়া- ভিটামিন জাতীয় খাদ্য।
✬ মিষ্টি আলু- শ্বেতস্বার জাতীয় খাদ্য।
✬ শিমের বিচি- আমিষ জাতীয় খাদ্য।
✬ দুধে থাকে- ল্যাকটিক এসিড।
✬ আয়োডিন অভাবে- গলগন্ড রোগ হয়।
✬ লেবুতে বেশি থেকে- ভিটামিন সি।
✬ আমলকী, লেবু, পেয়ারা ভিটামিনের উৎস- ভিটামিন সি।
✬ সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান- দুধে।
✬ রক্তশূন্যতা দেখা দেয়- আয়রনের অভাবে।
✬ দুধের রং সাদা হয়- প্রোটিনের জন্য।
✬ ভিটামিন সি এর রাসায়নিক নাম- অ্যাসকরবিক এসিড।
✬ প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়- অ্যামাইনো এসিড।
✬ কচুশাকে বেশি থাকে- লৌহ।
✬ সুষমখাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত- ৪:১:১।
✬ সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে- খনিজ পদার্থ ও ভিটামিন।
✬ সবচেয়ে বেশি পাটাশিয়াম পাওয়া যায়- ডাবে।
✬ মাড়ি দিয়ে পুজি ও রক্ত পড়ে- ভিটামিন সি এর অভাবে।
✬ মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজন- আমিষ জাতীয় খাদ্যে।
✬ সূর্য কিরণ হতে পাওয়া যায়- ভিটামিন ডি।
✬ ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে- অ্যালবুমিন।
✬ আমিষের কাজ- দেহ কোষ গঠনে সহয়তা করা।
✬ মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয়- দুধকে।
✬ কোলেস্টরল- এক ধরণের অসম্পৃক্ত অ্যালকোহল।
✬ হাড় ও দাত তৈরির জন্য প্রয়োজন- ডি ভিটামিন।
✬ ভিটামিন ডি এর অভাবে- রিকেটস রোগ।
✬ অস্থির বৃদ্ধির জন্য পোয়োজন- ক্যালসিয়াম।
✬ মলা মাছে থাকে- ভিটামিন ডি।
✬ ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে- আল্ট্রাভায়োলেট রশ্মি ।
✬ শরীরে শক্তি যোগাতে দরকার- খাদ্য।
✬ সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল- পেয়ারা।
✬ ভিটামিন এ সবচেয়ে বেশি- গাজরে।
✬ আয়োডিন পাওয়া যায়- শৈবালে।
✬ আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তিরপ্রায় গড় ক্যালরি শক্তির প্রয়োজন- ২৫০০ ক্যালরি।
✬ ল্যাথারাইজম রোগ- খেসারি ডাল খেলে।
✬ শরীরের হাড় ও দাতের গঠনের কাজে বেশিপ্রয়োজন- ক্যালসিয়াম।



                                                              

Post a Comment

If you learn something from our post please comment...

 
Top