0
ফেসবুকে  আপনার নিজের ছবিতে লাইক নিতে পারবেন।

আপনি কি আপনার নিজের বা অন্যের ফেসবুক ছবিতে ফ্রী লাইক পেতে চান?
তাহলে এই টিউনটি আপনার জন্য।


এর মাধ্যমে আপনি যা করতে পারবেন -
  • ফেসবুকে  আপনার নিজের ছবিতে লাইক নিতে পারবেন।
  • যেকোনো ফেসবুক পেইজে লাইক নিতে পারবেন।
  • অন্য যেকোনো ফেসবুক ইউজার এর ছবিতে লাইক নিতে পারবেন।
  • যেকোনো ফেসবুক পেইজের ছবিতে লাইক নিতে পারবেন।
  • ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়াতে পারবেন।
  • ইউটিউব ভিডিও তে লাইক বাড়াতে পারবেন। 
  • ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে পারবেন।
  • ইউটিউব ভিডিও তে ভিউয়ার বাড়াতে পারবেন। 
  •  টুইটার একাউন্টে ফলোয়ার বাড়াতে পারবেন।
তাহলে কি বুঝলেন? 🙄 আপনি ফ্রীতে নিজের ফেসবুক ছবিতে লাইক নিতে পারবেন অথবা অন্যের ছবিতে লাইক দিয়ে তাকে অবাক করে দিতে পারবেন।


ফেসবুক লাইক 

যেভাবে ব্যাবহার করবেন -

প্রথমে নিচের মত ইন্টারফেস দেখতে পাবেন। সেখান থেকে চিত্রে দেখানো মত Register এ ক্লিক করুন 

যেকোনো ফেসবুক পেইজে লাইক নিতে পারবেন।


এবার প্রয়োজনীয় সকল ডাটা দিয়ে রেজিস্টার করার পরে আপনার মেইলে একটি কনফার্মেশন মেইল পাবেন, সেখান থেকে লিঙ্কে গিয়ে একাউন্ট এক্টিভেট করুন। সবকিছু ঠিক থাকলে নিচের  মত পাবেন। 

ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়াতে পারবেন।


এবার চিত্রে দেখানো লাল গোলাকার ঘরে ক্লিক করলে আপনি অন্যের পেজে লাইক দিয়ে কয়েন জমা করতে পারবেন তারপর নীল গোলাকার বাটনে ক্লিক করে নিজের ফেসবুক পেজ এড করতে পারবেন। 

টুইটার একাউন্টে ফলোয়ার বাড়াতে পারবেন।


নিচের ছবিতে দেখানো মত আপনার ফেসবুক পেজ এড করতে পারেন। 


ইউটিউব ভিডিও তে লাইক বাড়াতে পারবেন।


- এখানে ফেসবুক দিয়ে লাইক দেয়া কি নিরাপদ?

এখানে অনেক এমন ফেসবুক পেজে আপনাকে লাইক দিতে হতে পারে যেগুলোতে আপনি লাইক দিতে চান না, তাই সবচেয়ে ভালো হয় অন্য একটি ফেসবুক আইডি খুলে যদি লাইক  দিতে পারেন, এতে আপনার মেইন ফেসবুক আইডি নিরাপদ থাকলো। 

Post a Comment

If you learn something from our post please comment...

 
Top