0
কিভাবে ব্রাউজারের পাসওয়ার্ড খুঁজে পাবেন?

প্রতিটা ব্রাউজারে কোন ওয়েব সাইটে লগিন করতে গেলে পাসওয়ার্ড সেভ করবেন কিনা জানতে চায়, আপনি যদি yes দেন তবে সেই পাসওয়ার্ড ব্রাউজারে সেভ থাকে, চাইলে সেই পাস আপনি পুনরায় বের করে ব্যবহার করতে পারবেন। অনেক সময় আবার পাসওয়ার্ড ভুলেও যাই তখনও আমাদের এই পাসওয়ার্ড খুঁজে পেলে অনেক উপকার হতে পারে। এভাবে চাইলে আপনি আপনার বন্ধুর কম্পিউটারে ব্রাউজার থেকে পাসওয়ার্ড হ্যাক করে নিতে পারেন। (আশা করি কেউ এর অপব্যবহার করবেন না)
তাই আসুন আজ জেনে নেই কিভাবে ব্রাউজারে পূর্বের সেভকৃত পাসওয়ার্ড খুঁজে বের করা যায়, আপাতত আমরা গুগল ক্রোমি এর পাসওয়ার্ড খুঁজে বের করা দেখবো।


কিভাবে ব্রাউজারে পূর্বের সেভকৃত পাসওয়ার্ড খুঁজে বের করা যায়


গুগল chorme তে গিয়ে এড্রেস বারে লিখুন  'chrome://settings/'
 
Finding passwords saved in Chrome is surprisingly easy, Google security lead sees no issue

 এবার সেটিংসে ক্লিক করুন [1]
 
এবার ক্লিক করুন 'show advance settings' [2]

Finding passwords saved in Chrome is surprisingly easy, Google security lead sees no issue

 
এবার ক্লিক করুন 'password and forms'
 
Finding passwords saved in Chrome is surprisingly easy, Google security lead sees no issue

চিত্রের দেখানো মত your save password লেখায় ক্লিক করুন,

সবশেষে show লেখায় ক্লিক করলেই আপনি পাসওয়ার্ড দেখতে পাবেন। 

Post a Comment

If you learn something from our post please comment...

 
Top