0
নিত্য প্রয়োজনীয় ঘরোয়া টিপস

০১ । গাম বা আঠা শুকিয়ে জমে গেলে এর মধ্যে ভিনিগার, গ্লিসারিন মিশিয়ে ঝাকিয়ে নিন । এটা ব্যবহারের উপযুক্ত হবে ।

০২। শার্ট ধুবার আগে কলার ও কাফ পানিতে ভিজিয়ে কয়েক ফোটা শ্যাম্পু ছড়িয়ে দিন । তারপর ঘসে ধুয়ে নিন । তেলচিটে ময়লা সহজে দূর হবে ।

০৩ । বুক-সেলফের বইগুলো মাঝে মাঝে ঝেড়ে মুছে রোদে দিন । তুলে রাখার সময় গ্যামোক্রিন পাওয়ার দিয়ে রাখুন । পোকা হবে না ।

০৪ । বিছে-মৌমাছি কামড়ালে পিয়াজ ছেচে প্রলেপ লাগালে , জ্বালা কমে যায় ।

০৫ । টিকটিকির উপদ্রব কমাতে, প্রতিটি ঘরে ময়ুরের পালক রাখুন ।

০৬ । ডিটারজেন্টের সাথে লেবুর রস মিশিয়ে বাথরুমের টাইলস ঘষুন । ঝকঝকে হবে ।

০৭ । কাঠের আসবাব চাপাতা ফোটানো ঠান্ডা পানি দিয়ে পালিশ করুন । ঝকঝকে হবে ।

০৮। প্রেসার কুকারে দাগ হলে, পানিতে ভিনিগার তেতুল ও লেবুর রস মিশিয়ে একবার স্টিম দিন ।ঠান্ডা হলে পানি ফেলে দিয়ে মেজে নিন ।

০৯। কাপড়ের চুমকি বা পুতি বসানোর কাজ করার সময় একটি পাত্রে পানি নিন । প্রতিবার পুতি বা চুমকি তোলার আগে সুই পানিতে ডুবিয়ে নিন । কাজ সহজ হবে ।

১০ । জরি বা পুতির কাজ করা জামা, শাড়ি, ওড়না টিস্যু পেপারে মুড়ে রাখুন, ছত্রাক পড়বে না ।

১১। সময় চলে যাওয়া, বাতিল ঔষুধ ফেলে না দিয়ে, গুড়া করে মাটির সংগে মিশিয়ে ফুল গাছের গোড়ায় দিন । এতে ফুলের আকার বড় ও ফুলের রং উজ্জ্বল হবে ।

১২ । কাপড়ে চায়ের দাগ লাগলে সেই দাগের উপর গ্লিসারিন ঢেলে ৭/৮ ঘন্টা রেখে দিন । এবার সাবান ঘষে ধুয়ে ফেলুন ।

১৩ । কাপড়ে লোহা/হলুদের দাগ লাগলে , দাগের উপর লেবুর রস ও লবন একসঙ্গে ঘষে কিছুক্ষন রোদে দিন । এরপর সাবান দিয়ে ধুয়ে ফেলুন ।

১৪ । লোহার দাগ কাপড়ে লাগলে, সামান্য লবন ছিটিয়ে ঘষে নিন । কাপড়টি ধুয়ে ফেলুন ।

১৫ । ওয়ারড্রবে কাপড়ের নিচে কয়েকটি শুকনা রসুন ফেলে রাখুন । পোকা ধরবে না ।



Post a Comment

If you learn something from our post please comment...

 
Top