0
সিমেন্ট ‬নিয়ে কিছু কথা


লেইটেন্স কি?

- কংক্রিটে পানির পরিমান বেশি হলে বাধুনীগুন সম্পন্নপদার্থ কংক্রিটের উপরিভাগে জমিয়া এক প্রকার সাদাস্তরের সৃষ্টি করে, তাকে লেইটেন্স বলে।


 সিমেন্ট হাইড্রেশন কি ?

যে প্রক্রিয়ার মাধ্যমে পানির সংস্পর্শে সিমেন্ট রাসায়নিক মিশ্রনের দ্বারা শক্ত হতে শুরু করে তাকে সিমেন্টের হাইড্রেশন বলে।



সিমেন্ট সাউন্ডনেস কি? 


সাউন্ডনেস হচ্ছে  পানির সাথে সিমেন্ট কেমিক্যাল বিক্রিয়ার পর তার ভলিউমে কোন পরিবরতন না আসা, এটা অনেক গুরুত্বপূর্ণ কারন যদি আয়তনে পরিবর্তন আসে তাহলে কাঠামো ভঙ্গুর বা সংকোচন প্রসারন ঘটতে পারে।   

---------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------


জেনে নিন সিমেন্ট নিয়ে আরো কিছু তথ্যাদিঃ 

- সিমেন্টে জিপসাম কেন ব্যবহার করা হয় সিমেন্টে­র সেটিং টাইম বিলম্বিত করার জন্য।


- কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য যে কিউব ব্যবহার হয় তার সাইজ -১৫ সেমি* ১৫ সেমি* ১৫ সেমি.


- ০.৪৫ ওয়াটার সিমেন্ট রেশিওতে প্রতি ব্যাগ সিমেন্টে ২২.৫ লিটার পানি লাগে

- স্লাম্প টেস্ট করা হয় স্লাম্প কোণের সাহায্যে।

- স্লাম্প কোণের উপরের ব্যাস ১০ সেমি. ও নিচের ব্যাস ২০ সেমি.

- স্লাম্প কোণের উচ্চতা  ৩০ সেমি.

- কংক্রিটে ৫% ভয়েড থাকলে তার শক্তি কত ৩০% হ্রাস পায়।  

- কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য ব্যবহ্রত সিলিন্ডারের উচ্চতা ব্যাসের দ্বিগুন।

- কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য ব্যবহৃত সিলিন্ডারের মাপ ব্যাস ১৫ সেমি. ও উচ্চতা ৩০ সেমি.

-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------

- এক‬ব্যাগ সিমেন্টের ওজন সাধারণত ৫০ কেজি হয়ে থাকে।

- এক ব্যাগ সিমেন্টে ১.২৫ ঘনফুট সিমেন্ট থাকে।

- সিমেন্ট প্রাথমিকভাবে জমাট বাঁধতে গড় পড়তা ৩০ মিনিটের মতো লাগে।

- পুরোপুরি জমাট বাঁধতে কখনই ১০ ঘণ্টার বেশি সময় লাগবে না।

- সিমেন্ট হাতে নিয়ে বুড়ো আঙুলের সাহায্যে ঘষলে সেটিকে ময়দার মতো মসৃণ মনে হবে।

- সিমেন্ট লম্বা সময়ের জন্য সংরক্ষণ করা উচিত নয়।

- সংরক্ষণের সময় তিন মাস পার হলে সিমেন্টের কার্যক্ষমতা শতকরা ২০ ভাগ কমে যায়।

- ফ্যাক্টরি থেকে এনে দুই মাসের বেশি সময় ধরে সংরক্ষণ করা সিমেন্ট ব্যবহারের আগে অবশ্যই পরীক্ষা করিয়ে নিতে হবে।

- সিমেন্ট ব্যাগ সরাসরি মেঝের ওপর রাখা ঠিক নয়।

- মেঝেতে কাঠের তক্তা বিছিয়ে তার ওপর সিমেন্ট ব্যাগ রাখা উচিত।

- যতটা সম্ভব সিমেন্টকে স্যাতসেতে পরিবেশ থেকে দূরে সরিয়ে রাখতে হবে।

- এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ, এক ব্যাগে=৫০ কেজি বা ০.০৩৪৭ ঘনমিটার

- এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭ - ৩ কেজি

- ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।

- এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি

প্রতি ব্যাগ সিমেন্টে ২২/২৩ লিটার পানি লাগে।

Post a Comment

If you learn something from our post please comment...

 
Top