সম্প্রতিক পোষ্ট

0


যে কোন শতকরা হিসাব নিকাশ করে ফেলুন মাত্র এক সেকেন্ডে


30% of 50= 15 (3*5=15)

কিভাবে মাত্র এক সেকেন্ডে এর উত্তর বের করবেন?
প্রশ্নে উল্লেখিত সংখ্যা দুটি হল 30 এবং 50। এখানে উভয় সংখ্যার এককের ঘরের অংক 'শুন্য' আছে। যদি উভয় সংখ্যার এককের ঘরের অংক 'শুন্য' হয় তাহলে উভয় সংখ্যা থেকে তাদেরকে (শুন্য) বাদ দিয়ে বাকি যে সংখ্যা পাওয়া যায় তাদেরকে গুণ করলেই উত্তর বের হয়ে যাবে অর্থাৎ এখানে 3 এবং 5 কে গুণ করলেই উত্তর বের হয়ে যাবে।

আরও কিছু উদাহরণ দেখুন –
1. 20% of 190= 38 (2*19=38)
2. 40% of 60= 24 (4*6=24)
3. 80% of 40= 32 (8*4=32)
4. 20% of 18= 3 (2 * 1.8 = 3.6)
5. ৫০ এর ১০% কত? =৫ (৫*১=৫)

এখানে দুটি সংখ্যার মধ্যে একটির এককের ঘরের সংখ্যা 'শুন্য'। তাহলে এখন কী করব? ঐ 'শুন্য' টাকে বাদ দেব আর যে সংখ্যায় 'শুন্য' নেই সেই সংখ্যার এককের ঘরের আগে একটা 'দশমিক' বসিয়ে দেব। বাকী কাজটা আগের মতই।
আরও কিছু উদাহরণ দেখুন –
২. 25% of 44=11 (2.5*4.4=11)
৩. 245% of 245=600.25 (24.5*24.5=600.25)
৪. ১২৫ এর ২০% কত? = ২৫ (১২.৫*২=২৫)
৫. ১১৫২৫ এর ২৩% কত? = ২৬৫০.৭৫ (১১৫২.৫*২.৩=২৬৫০.৭৫

Post a Comment

If you learn something from our post please comment...

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top