ইঞ্জিরিয়ারিং যে কোন প্রজেক্টের জন্যে এস্টিমেটিং কস্টিং অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। এস্টিমেট কৃত পরিমাপ সর্বদা ১০০% ঠিক না হলেও আংশিক অনুমানের জন্যে এর বিকল্প নেই, তাই এস্টিমেট অতিব গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ে এই কাজ করা হয় এক্সেল শীট এর মাধ্যমে আর তাই নিচে বেশ কিছু এক্সেল ফাইল ফরম্যাট দেয়া হল যা ডাউনলোড করে ব্যবহার এর মাধ্যমে আপনিও খুব ভালো এস্টিমেট করতে পারবেন, একি সাথে পারবেন BOQ তৈরি করতে,
BOQ template formate.xlsx - 29 KB
Concrete quantity Calculate formate.xlsx
Invoice Submit Formate.xlsx - 23 KB
Unit Weight Calculation Format
ফাইল যেভাবে ডাউনলোড করবেনঃ
- উপরের লিঙ্কে ক্লিক করুন।
- নতুন যে পেজ আসবে সেখানে উপরে ডান আশে "SKIP AD" বাটনে ক্লিক করুন।
- এবার যে উইন্ডো আসবে সেখানে ৫সেকেন্ড পর পর যতবার আসবে ততবার নিচের দেখানো ছবির মত "click here"এ ক্লিক করুন।
- দয়া করে অন্য কোন লিঙ্কে ক্লিক করবেন না।
- এর পর পুনরায় একই জায়গায় "SKIP AD"বাটন আসবে যাতে ২/৩ বার ক্লিক করলেই কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন।
ধৈর্য সহকারে এড এর মাধ্যমে আমাদের সাপোর্ট করার জন্যে ধন্যবাদ।
Post a Comment
If you learn something from our post please comment...