প্রতিবছর ইনকাম টেক্স জমা দেয়ার সময় এলেই ইনকাম টেক্স ফর্ম পুরন করা ফর্ম খুজে বের করতে কপালে ঘাম ঝরে যায়, এই এক্সএল ফরমেটের ধারা আপনারা খুব সহজেই আপনাদের ব্যক্তিগত আয়কর রিটার্ন তথ্য দিয়ে রিটার্ন সাবমিট করতে পারেন।
আপনারা গুরুত্বসহকারে যে জিনিসটি নিশ্চিত হয়ে নিবেন প্রতিবছর অর্থবছরের সর্বোচ্চ কত টাকা ইনকাম হলে বছরে কর দিতে হয় না এবং কত পারসেন্ট ইনকামের জন্য কত পার্সেন্ট দিতে হয় এটার মাঝে মাঝেই অর্থবছরে চেঞ্জ হয় এই বিষয়গুলি বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে এগুলো দেখে শুনে বুঝে তারপরে ফরমটি ফিলাপ করবেন ।
2020 সাল এবং 21 সালের বাজেটে যেভাবে করের হার উল্লেখ করা হয়েছে তা নিম্নে দেয়া হল অবশ্যই আপনারা যাচাই-বাছাই করে নিবেন
বাজেটে বক্তৃতায় বলা হয়েছে, ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকার। এর পরবর্তী
১ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ধরা হয়েছে ৫ শতাংশ। এর পরের
৩ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর দিতে হবে ১০ শতাংশ।
জেনে নিতে পারেন বাংলাদেশে আয়কর নিয়ে বিস্তারিত
পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ১৫ শতাংশ।
পরবর্তী
৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ২০ শতাংশ।
এর বেশি আয়ের ক্ষেত্রে মোট আয়ের ওপর কর ২৫ শতাংশ।
এনবিআরের ওয়েবসাইটে সবসময়ই লেটেস্ট তথ্য যেকোনো ধরনের ফর্ম ডাউনলোড করা বিজনেস ফর্ম ডাউনলোড করা ব্যক্তি গত কোরআনের ইনফর্মেশন সবকিছুই পাওয়া যায়। বাংলাদেশে সরকারি ওয়েবসাইট টি সবার জন্য আপনারা প্রথমে বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে ঢুকে বিস্তারিত জেনে নিবেন এবং গুরুত্বসহকারে থাকলে পড়ে নিবেন।
ডাউনলোড করে নিন ইনকাম টেক্স ফর্ম,
Post a Comment
If you learn something from our post please comment...