✬ প্রথম বানিজ্য জাহাজ --বাংলার দূত।
✬ প্রথম নারী উপাচার্য --ফারজানা ইসলাম।
✬ প্রথম এভারেস্ট জয়ী --মুসা ইব্রাহিম।
✬ প্রথম নারী এভারেস্ট জয়ী --নিশাত মজুমদার।
✬ প্রথম নারী স্পিকার -- শিরিন শারমিন চৌধূরী।
✬ প্রথম সেনাবাহিনী প্রধান --জেনারেল এমএজি ওসমানী।
✬ প্রথম জাতীয় অধ্যাপক --শিল্পাচার্য জয়নুল আবেদীন।
✬ প্রথম নিরক্ষরমুক্ত জেলা-- মাগুড়া।
✬ প্রথম রণতরী --বি এন এস পদ্মা।
✬ প্রথম পতাকা উত্তলন-- ২ মার্চ ১৯৭১।
✬ প্রথম মুদ্রা চালু হয় --৪ মার্চ ১৯৭২।
✬ প্রথম বিমান চালু হয় --৪ ফেব্রুয়ারি ১৯৭২।
✬ প্রথম বিশ্ববিদ্যালয় -- ঢাকাবিশ্ববিদ্যালয় (১৯২১সাল)।
✬ প্রথম নির্বাচন কমিশনার --বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস।
✬ প্রথম বাংলা ছায়াছবি --মুখ ও মুখোশ(১৯৫৬)।
✬ প্রথম প্রেসিডেন্ট --শেখ মুজিবুর রহমান।
✬ প্রথম প্রধানমন্ত্রী --তাজউদ্দিন আহমেদ।
✬ প্রথম নারী প্রধানমন্ত্রী --বেগম খালেদা জিয়া।
✬ প্রথম বিমানবাহিনী প্রধান --একে খন্দকার।
✬ প্রথম নারী পাইলট --কানিজ ফাতেমা রোকসানা।
✬ প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম -- কচুবাড়ী কৃষ্টপুর (ঠাকুরগাও জেলার সালন্দ
ইউনিয়নের একটি গ্রাম)।
✬ প্রথম স্বাধীন জেলা -- যশোর।
✬ প্রথম ডিজিটাল জেলা -- যশোর।
✬ প্রথম শিক্ষা কমিশন -- কুদরত -এ-খুদা শিক্ষা কমিশন(১৯৭২)।
✬ প্রথম মহিলা পুলিশ নিয়োগ --১৯৭৪।
✬ প্রথম ভাসমান হাসপাতালের নাম-- জীবন তরী।
✬ প্রথম টেস্টটিউব শিশুর মা --ফিরোজা বেগম।
✬ প্রথম যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী -- ড.মহম্মদ
ইউনুস।
Post a Comment
If you learn something from our post please comment...