পোস্টটি পরে ভাবছেন গুজব কিছু!! পুরো পোস্টটি পরে দেখুন তাহলেই বুঝবেন সত্যি নাকি মিথ্যা। মনে করুন আপনি বাংলাদেশে বসে আছেন আর আপনার বন্ধু কে বলছেন যে আপনি বিদেশে আছেন শুধু মোবাইল নম্বরের জন্যে পারছেননা?
এখন আপনি পারবেন। কেউ আপনাকে আমেরিকা কানাডা বা ভিন্ন কোনো দেশে এস এম এস করলে আপনি তা পেয়ে যাবেন।
তাহলে শুরু করে দিন নিচের নিয়ম অনুসরন করুন।
১. প্রথমেই এই পেজের নিচে যান। আলাদা একটি পেজ পাবেন। যা এই পেজের সাথে যুক্ত.
২.এবার পেজে দেখবেন বেশ কিছু নাম্বার আছে। যেটি আপনার ভালো লাগে এবং নিজের নাম্বার হিসাবে ব্যাবহার করতে চান সেটি ক্লিক করুন।
৩. এবার দেখুন নম্বরটি আপনার নম্বর হয়ে গেছে।
৪. এখন সবাইকে এই নম্বর টি দিয়ে এস এম এস করতে বলুন।
৫। এবার নিজে নিজে টেস্ট করার জন্য কিছু একটা লিখে ঐ নাম্বারে সেন্ড করুন।
৬। সেন্ড করা হয়ে গেলে পেজ রিফ্রেশ করুন এবং এসএমএস টি দেখতে পারবেন এখানে। রিফ্রেশ করে কাজ না হলে হোম পেজে যান এবং সেটি আপনার নাম্বার সেটি ক্লিক করে আবার অইখানে গিয়ে দেখুন কেউ এসএমএস সেন্ড করলে দেখতে পারবেন।
নোটঃ
১। এটি একটি অনলাইন সার্ভিস।
২। যে আপনাক এসএমএস করবে মানে পাঠাবে সেটি দেখার জন্য অনলাইনে এই পেজে গিয়ে গিয়ে দেখতে হবে।
৩। এভাবেই আপনি ফ্রী ফ্রী এসএমএস করে যেতে পারেন।
৪। কনো নাম্বার কাজ না করলে মোবাইল নাম্বারের স্ট্যাটাস টি দেখে নিন অনলাইন নাকি অফলাইন। অনলাইন হলে ঠিক আছে অফ লাইন পেলে অন্য নাম্বার ব্যাবহার করুন।
Post a Comment
If you learn something from our post please comment...