1
আজ আলোচনা করছি রডের এবং R.C.Cকাজ নিয়ে... তাহলে চলুন, সব সময় কাজে লাগে এমন কিছু তথ্য
জেনে রাখি...
R.C.C এর পরিমাণ = দৈঘ্যxপ্রস্থxউচ্চতা।
R.C.C এর পরিমাণ ঘনমিটার এবং দরের একক ঘনমিটার।
R.C.C তে ব্যবহৃত রডের পরিমাণ এবং কংক্রিটের পরিমাণ আলদা দফায় হিসেব করা হয়।
রডের একক - কেজি,কুইন্টাল অথবা মেট্রিক টন।
.
মনে রাখবেন,
কংক্রিট এর পরিমাণ বের করার সময় রডের পরিমাণ বাদ দেওয়া হয় না।
.
রডের পরিমাণ বিস্তারিত তথ্য দেওয়া না থাকলে
আদর্শ হিসেবে ধরা হয়..
*কংক্রিট এর ক্ষেত্রে 0.6%-1%
*লিন্টেল এবং স্ল্যাব এর ক্ষেত্রে 0.7%-1%
*বীম এর ক্ষেত্রে 1%-2%
*কলামে এর ক্ষেত্রে 1%-5%


#‎ নুন্যতম‬কভারিং-
*R.C.C কলামের ক্ষেত্রে 5 সেমি
*R.C.C স্ল্যাবের ক্ষেত্রে 2 সেমি
*R.C.C বীমের ক্ষেত্রে 2.5 সেমি
‪#‎ মাটির‬নিচে R.C.C কাঠামোর ক্ষেত্রে 7.5 সেমি
রডের একটি হুকের দৈর্ঘ্য সাধারণত রডের ব্যাসের
10 গুণ ধরা হয়।
.
টান এর ক্ষেত্রে ওভারল্যাপ হবে রডের ব্যাসের
30 গুন এবং চাপ এর ক্ষেত্রে ওভারল্যাপ হবে রডের
ব্যসার্ধের ২৪ গুণ ধরা হয়।
রডের একক ওজন 7850 কেজি/ঘনমিটার
7.5 সেমি এ কম পুরুত্বের আরসিসি কাজের হিসাব
করা হয় বর্গমিটারে এবং দরের একক বর্গমিটার। যেমন: সানশেড,ড্রপওয়ালইত্যাদি।




Post a Comment

If you learn something from our post please comment...

 
Top