0
✎ যে নিজের সন্মান নিজে বোঝেনা,
অন্যরাও তাকে সন্মান দেয়না।।


✎ যৌবনের তাড়নায় কোন গুনাহ করিওনা।
কারন, যৌবন একদিন শেষ হয়ে যাবে কিন্তু
গুনাহ ঠিকই রয়ে যাবে।


✎কেউ যদি তোমাকে কষ্ট দেয় তবে তুমি সেই কষ্ট মনের ভিতর রাখিয় না।কারন মানুষ গাছের সবচেয়ে মিষ্টি ফল টাতেই পাথর নিক্ষেপ করে।"



✎ সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যগ কর।
কারন হিংসা মানুষকে ভিতর হতে গলিয়ে দেয় ।


✎ লোকে তোমার প্রশংসা করলে খুশী হইওনা আবার লোকে তোমার মন্দ বলাতেও দুঃখ পেওনা, কারন লোকের কথায় সোনা কয়লা হয়ে যায়না...

Post a Comment

If you learn something from our post please comment...

 
Top